Return & Refund

সারা বাংলাদেশে আমরা ৪৮-৭২ ঘন্টার মধ্যে হোম ডেলিভারী দিচ্ছি এবং সমস্যা অনুযায়ী তাৎক্ষনিক প্রোডাক্ট রিটার্ন নিচ্ছি। প্রোডাক্ট রিটার্নে কোনো ডেমারেজ চার্জ আমরা নিচ্ছি না।

যেকোনো সমস্যায় সরাসরি ফোন করুন আমাদের হটলাইন নাম্বারে:

09613660321

পন্য রিটার্ন এবং রিফান্ডের নিয়মঃ

আমরা দুই ধরনের পন্য রিটার্ন নেইঃ

প্রথমত , ডেলিভারী ম্যানের সামনে পন্য চেক করে কোনো সমস্যা মনে হলে, তাৎক্ষনিক পন্য রিটার্ন ব্যবস্থা রয়েছে আমাদের। এক্ষেত্রে গ্রাহককে কোনো রকম বারতি চার্জ দিতে হবে না। গ্রাহকের যদি কোনো পেমেন্ট করা থাকে, তাহলে উনার সাথে যোগাযোগ করে পন্য রিটার্নের ৭-১০ কর্ম দিবসের মাঝে উনার পেমেন্ট কৃত টাকা রিফান্ড করা হবে।

দ্বিতীয়ত, পন্য রিসিভের পর পন্য ইন্টেক থাকা অবস্থাতেই কোনো গ্রাহক যদি পন্য রিটার্ন করতে চায়, তবে আমরা পন্য রিটার্ন নেওয়া হবে । তবে এক্ষেত্রে গ্রাহককে তার নিজ দায়িত্বে কুরিয়ার করতে হবে। ডেলিভারী এবং প্যাকেজিং বাবদ একটা নির্দিষ্ট চার্জ যুক্ত হবে। কুরিয়ার করার পর কুরিয়ার স্লিপ দেখানোর সাথে আমরা গ্রাহকের টাকা গ্রাহকের কাছে ফেরত পাঠানো পদক্ষেপ নিব। এক্ষেত্রে পেমেন্ট প্রসেসিং হয়ে গ্রাহকের হাতে পেতে ৭-১০ কর্ম দিবস সময় লাগতে পারে। 

কমপক্ষে একটি পন্য অনুপস্থিত আছে -  

এমন পার্সেল রিটার্ন করে দেওয়ার ব্যবস্থা রয়েছে অথবা গ্রাহক চাইলে , অনুপস্থিত থাকা পন্য বাদ দিয়ে, বাকী পন্যের টাকা পরিশোধ করা সাপেক্ষে পার্সেল রিসিভ করতে পারবে।

FAQs

আমাকে কি কোনো প্রকার এক্সট্রা চার্জ দিতে হবে পন্য রিটার্নের সময়?

না, আপনাকে কোনো প্রকার এক্সট্রা চার্জ দিতে হবে না, যদি আপনি ডেলিভারি ম্যানের কাছেই রিটার্ন করে দেন।

আমার টাকা পে করা রয়েছে, যদি রিফান্ড চাই, কত দিনের মাঝে রিফান্ড দেওয়া হবে?

আপনার অভিযোগের প্রেক্ষিতে, আপনার অর্ডারটি রিটার্ণ করার ৭-১০ কর্ম দিবসের মাঝেই আপনাকে পেমেন্ট কৃত টাকা রিফান্ড করা হবে।

Need a Help?

  • 09613660321
  • Messenger
  • Whatsapp
  • kcbazar22@gmail.com
  • support@kcbazar.com

Subscribe us